টর ব্রাউজারে রূপ নিচ্ছে সাফারি

২৬ মার্চ, ২০২০ ১৪:৩৬  
ডেটা ট্র্যাকারদের বিপক্ষে অনেকদিন ধরেই লড়ছে অ্যাপল। এই লড়াইয়ের অংশ হিসেবে তৃতীয় পক্ষের কুকি ঠেকাতে আপডেট কেরেছে ম্যাক ও আইওএসের সাফারি ব্রাউজার। ফলে আগের মতো আর ব্যবহারকারীর ব্যক্তিগত ডেটা চলে যাবে না ডেটা প্রতিষ্ঠানের পকেটে। আইওএস ও আইপ্যাডওএস ১৩.৪ এবং ম্যাকওএস ১৩.১-এর আপডেটেড সাফারি ব্রাউজারে মিলবে এই সুবিধা। এক ব্লগ পোস্টে ‘অ্যাপল ওয়েবকিট’ সাইটে এমনটাই জানিয়েছেন প্রকৌশলী জন উইল্যান্ডার। তিনি জানিয়েছেন, নতুন আপডেটটি পুরোপুরিভাবে তৃতীয় পক্ষের কুকি ব্লক করতে পারবে। আর এই পদক্ষেপটির কারণে টর ব্রাউজারের মতো ব্রাউজারগুলোর তালিকায় চলে এসেছে সাফারি। এর আগে বছরের শুরুতে এক ব্লগ পোস্টে “দুই বছরের মধ্যে” ক্রোম ব্রাউজারে একই ধরনের সেবা চালুর কথা জানিয়েছিলো মার্কিন সার্চ জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠান গুগল। প্রসঙ্গত, সঠিকভাবে সেবা দিতে নিজস্ব ‘ওয়েবকিট’ ব্রাউজার ইঞ্জিন ব্যবহার করে থাকে সাফারি।